Tuesday, 3 May 2016

Servey Fill up করে ফ্রি 30 টাকা মোবাইল রিচার্জ নিয়ে নিন। সকলেই পাবেন (1000% সিউর)

Views  
আস্সালামু আলাকুম,
সবাই কেমন আছেন ?
আমি ভাল আছি।
অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন টিপ্স নিয়ে এলাম। এই টিপ্স থেকে সকলেই উপকৃত হবেন।
এখন আপনাদের সাথে আলোচনা করব কিভাবে 1 মিনিট সময় ব্যয় করে Servey Fill up করে ফ্রি 30 টাকা মোবাইল রিচার্জ পাওয়া যাবে।

প্রথমে আমি Grameen Phone এর Wowbox থেকেে এই Servey এড্রেসের সন্ধান পাই। আমি এই নিয়ে 3টা Servey Fill up করে সর্বমোট 100 টাকা পেয়েছি। কয়েকদিন পর পর নতুন নতুন Servey অফার নিয়ে আসে।

রেজিষ্টার করা হয়ে গেলে যখন নতুন Servey অফার আসবে অটোমেটিক মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে।
দেখুন নিচের ছবিতে




কার্যপ্রণালি:

প্রথমে আপনাকে  এখান থেকে রেজিষ্টার করে নিতে হবে। লিংকটিতে প্রবেশ করলেই কিভাবে রেজিষ্টার করতে হবে তা বুঝতে পারবেন।


তারপর ইমেইল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে।


সাইন আপন হয়ে গেলে আপনি লগিন করুন।

নিচের ছবির মতো পেইজ আসবে।


আপনি চাইলে তাদের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারের সাহায্যে আপনি সহজের Servey Fill up করতে পারবেন।

যদি সফটওয়্যারটি ডাউনলোড করতে না চান তাহলে ক্রস অপনে ক্লিক করলেই হবে।


আপনি একটি Servey পাবেন। Servey Fill up করা একদম সহজ। Servey Fill up করলেই বুঝতে পারবেন।


আপনাদের সুবিধার জন্য কিছু ছবি দিয়ে দিলাম। আপনার যা ইচ্ছা তা সিলেক্ট করে Servey Fill up  করুন।









Servey Fill up  করা হয়ে গেলে Successful একটা পেইজ আসবে।
ঠিক নিচের ছবির মতোই।




48 ঘন্টার মধ্যেই আপনার মোবাইলে 30 টাকা রিচার্জ চলে আসবে।

কয়েকদিন পর পর Servey Fill up অফার পাবেন। তাদের সফটওয়্যারটি ডাউনলোড করে নিলে সহজে কাজ করা যায়। বেশি এমবি খরচ হবেনা। এখন আপনার ইচ্ছা।

আজকের মত বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।


1 comment:

  1. আমার বালের লিংক, আমার বাসার সবগুলা নাম্বার দিয়ে ট্রাই করলাম কাজ হয়না, দেখায় number already exists

    ReplyDelete