Sunday, 18 September 2016

এক্ষুনি Download করে নিন National ID(NID) psd file back and front জানি অনেক খুজছেন

সবাইকে আগেই বলে নিচ্ছি এই custom nid card দিয়ে শুধু diable বা facebook ভেরিফাই এবং tarafficmonssooon ভেরিফাই এবং এই জাতিয় অনলাইনের কাজ করতে পারবেন অন্য কোন কজ করতে পারবেন না আর হ্যা এই custom id card কখনও real লাইফে ব্যবহার করবেন না যদী করে বিপদে পড়েন তাহলে এই জন্য আমি বা টেকটিউন দায়ী থাকবে না এটি শুধু অনলাইনের জন্য প্রযোজ্য. আর এটি শিক্ষনীয় টিউন তাই বেশি বুঝে ক্ষতি গ্রস্হ হলে এর জন্য কেউ দায়ী হবে না এই custom id card দিয়ে আপনারা


1000% facebook ভেরিফাই + অন্যান ভেরিফাইও করতে পারবেন নির্দিধায় কারন আগে আমিই try করে দেখেছি এবং success ও হয়েছি তো এই টিউটোরিয়ালটি কেমন লাগলো তা সবাই tunement করে জানাবেন এবং এই টিঊনটি দিয়ে আপনাদের যদি উপকার হয় তাহলে টিউমেন্ট করে জানাবেন কোন কিছু না বুঝলে আমার channel এ comment করে জানাবেন আমি 100% reply দিবো দেরিতে হলেও তো আজ এই পর্যন্তই তো যদী কারো বিন্দু মাত্র ঊপকার হয় তাহলে আমার এই ছোট channel টি subscribe করে আপনাদের বড় লিষ্টে রাখবেন. কারন আমি একজন সাধারন টিউনার আপনাদের পাশেই থাকতে চাই আশা করি আপনারা আমাকে পাশেই রাখবেন অবহেলা না করে কারন আপনাদের হেল্পেই আমি বড় কিছু করতে পাড়বো। তো সবাই ভালো থাকুন আল্লাহ্ র অনুগ্রহে ধন্যবাদ সবাইকে
































Monday, 20 June 2016

ঈদ উপলক্ষে ছেলেদের নতুন স্টাইলে চুল কাটার ডিজাইনের Apps নিয়ে নিন।





বর্তমানে আমরা সবাই নতুন নতুন স্টাইলে চুল কাটাতে চাই।
কিন্তু এত্ত এত্ত স্টাইল আর নাম মনে রাখা সম্ভব হয় না। তাই এপ্সটি সংগ্রহ করে রাখুন। যখন চুল কাটাতে যাবেন, তখন স্টাইল গুলো দেখে ডিসাইড করতে সুবিধা হবে।
স্টাইলের নাম ও ছবি নাপিত কে দেখালে তো আরো সুবিধা হবে।
আশা করি আপনাদের ভালো লাগবে। কোন টিউমেন্ট থাকলে রিভিউ করে যানাবে। আপনার রিভিউ আমাকে আরো নতুন নতুন স্টাইল যোগ কোরতে আগ্রহ দিবে।
এপ্সটির সুবিধা:
  • → প্রতিটি স্টাইলের নাম ও ছবি 
  • → অফলাইনে কাজ করবে।

Sunday, 19 June 2016

ঈদ উপলক্ষে শিখে নিন বাহারি latest মেহেদী ডিজাইন for full hands-2016 (With Video)

উৎসবের দেশ মানেই প্রিয় বাংলাদেশ। আর এই ঈদের উৎসব মানেই বাংলাদেশীদের সাজগোজ। দেশের বাঙালি নারীরা যেমন উৎসব পালন করতে পছন্দ করেন ঠিক তেমনি সাজতেও পছন্দ করেন তাও অনেক বেশি । তাই পলেহা বইশাখ, পহেলা ফাল্গুন, বিয়ে, পুজা- পারবণ, ঈদ, ভালোবাসা দিবস সব উৎসবেই সাজগজের জন্য আদিকাল থেকেই চলে আসছে মেহেদির চল। বিশেষ করে বিয়েতে মেয়েরা হাত ভরতি মেহেদি লাগায়। কিন্তু মনের মত রঙ না হলে মেহেদি লাগানোর আনন্দই মাটি হয়ে যায়। তাই একটু নিয়ম পালন করলেই আমরা মেহেদি থেকে মনের মত রঙ পেতে পারি যা আমাদের হাতের সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তোলে এবং উৎসবের আনন্দকে দিগুণ করে দেয়। আর সেই জন্য আপনাদের জন্য আমাদের তরফ থেকে পহেলা বৈশাখের অবিশ্বাস্য কিছু ডিজাইন যা এই বৈশাখে যেকোন মহিলাকে নজর কারতে বাধ্য।

  • মনে রাখবেনঃ
আপনি যদি হাতে ওয়াক্সিং করে থাকেন তাহলে সাথে সাথে ওইখানে মেহেদি লাগাবেন না। মেহেদি লাগানোর আগে দুই তিন দিন অপেক্ষা করুন। নয়ত আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
মেহেদি লাগানোর আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলে ঠিকভাবে শুকিয়ে নিন। টিউব মেহেদি লাগানোর সবছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে শক্ত করে ধরা। তা না হলে ডিজাইন নস্ট হয়ে যেতে পারে। লাগানোর সময় হাতের সামনে অতিরিক্ত কাপড় বা টিস্যু রাখুন যাতে অতিরিক্ত মেহেদি লেগে গেলে খুব দ্রুত মুছে ফেলা যায়।
মেহেদি লাগানোর পরে কি করবেন? যখন মেহেদি একটু একটু করে শুকাতে শুরু করে তখন আপনি একটি পাত্রে সামান্য একটু লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বল দিয়ে রস টা নিয়ে হাতে মিশ্রণটি লাগান। এতে মেহেদীর রঙ আরও অনেক বেশি গাড় হয়।
সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার ২/৩ ঘণ্টা আগে মেহেদি লাগানো ভালো। সারা রাত হাতে মেহেদি রেখে দিলে এর রঙ ভালো হয়। মেহেদি শুকিয়ে গেলেও হাত ধুবেন না। অন্তত ৮ ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন। যত দেরীতে পানি লাগাবেন হাতে তত বেশি রঙ গাঢ় হবে।

  • মেহেদির রঙ তুলতেঃ
যে কোন ধরনের ব্লিচ ক্রিম অথবা টুথপেস্ট হাতে লাগিয়ে ঠিকমত শুকিয়ে নিন। এরপর হাত ঘষলেই দেখবেন আপনার হাতে লাগানো মেহেদির রঙ অনেকটাই হালকা হয়ে যাবে।

নিচের ভিডিওটি দেখে দেখে নিজেই Latest ডিজাইনটি করুণ।