Monday, 20 June 2016

ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)

Views  






আপনা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। কেনইবা থাকবেন না। এখন আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি লেকচার শীট যার মাধ্যমে আপনি যে কোনো ইংরেজি পরীক্ষায় Written Part এ শত ভাগ উত্তর দিয়ে পারবেন। এই শীটটা ভাল করে আয়ত্ত করলে আপনাকে শত শত Paragraph, Application, Letter, Email, Composition, CV ইত্যাদি মুখস্ত করা লাগবে না। শুধু মাত্র একটি Paragraph, Application, Letter, Email, Composition, CV মুখস্ত করার মাধ্যমেই আপনি শত শত Paragraph, Application, Letter, Email, Composition, CV লেখার দক্ষতা অর্জন করতে পারেন।


  • আসুন কথা না বেচে কাজে প্রমাণ দিই।


ধরুন আপনি একটি CV with Cover Letter মুখস্ত করবেন। আপনাকে ১৫/২০ মুখস্ত না করে শুধু মাত্র একটি CV with cover letter মুখস্ত করলেই সব গুলোর উত্তর দিতে পারবেন।


তাহলে আর দেরি কিসের ? এখনই ডাউনলোড করুন যে কোনো Paragraph, Application, Letter, Email, Composition, CV লেখার নিয়ম।


আজ আর নয়। আবার হাজির হব লেখাপড়া বিষয়ক নতুন কোন পদ্ধতি নিয়ে।

0 comments: